টেস্টে আয়ারল্যান্ডকে শক্তির পার্থক্য বুঝিয়ে দিতে চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক | bangalirkantho.com
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৩
Bangalir Kantha
...

গতকাল আইপিএল খেলতে চলে গেছেন মোস্তাফিজুর রহমান। টেস্ট দলে না থাকায় শুরু থেকেই মোস্তাফিজকে পাচ্ছে তাঁর আইপিএল দল দিল্লি ক্যাপিটালস। ওদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলে আইপিএল খেলতে যাওয়ার কথা সাকিব আল হাসান ও লিটন দাসের। টেস্ট অধিনায়ক ও সহ-অধিনায়ককে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের ড ঘোষণা করেছে বিসিবি। আইরিশদের এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ।

এবার টেস্টেও শক্তির পার্থক্যটা বুঝিয়ে দিতে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। আজ নির্বাচক আবদুর রাজ্জাক সে কথাই বললেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টের জন্য সাকিব-লিটনদের আইপিএলের ছাড়পত্র না দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের রাজ্জাক বলেছেন, ‘আমার সোজা হিসাব, আমি চাই জিততে। খুব ভালোভাবে টেস্ট ম্যাচটা জিততে চাই।’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শুরুর সময়ের উদাহরণও টেনেছেন সাবেক এই ক্রিকেটার, ‘একটা সময় ছিল শুরুর দিকে আমরা যখন টেস্ট খেলেছি, তখন প্রতিপক্ষ আমাদের সঙ্গে দাপট দেখিয়ে জিতত। আমরাও আয়ারল্যান্ডের সঙ্গে সেভাবেই খেলতে চাই, যাতে করে বোঝানো যায় যে আমাদের উন্নতি হচ্ছে। নতুন যারা আসছে, তাদের সঙ্গে আমাদেরও পার্থক্যটা এ রকম।’

সংস্করণটা টেস্ট, সে জন্যই রাজ্জাক পূর্ণ শক্তির দলেই ভোট দিয়েছেন। তাঁর যুক্তি, ‘টেস্ট ম্যাচ একটা ভিন্ন জিনিস। প্রথম দিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা যখন আমাদের সঙ্গে খেলত, তখন তারা পূর্ণ শক্তির দলই খেলাত। ভারত কিন্তু টেস্ট খেলতে মূল দলটাই নিয়ে আসে। এটা হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবে টেস্ট জেতা একটা বড় বিষয়। এটা থেকে কেউ আসলে নিজেদের বঞ্চিত করতে চায় না।’