চীন থেকে আমদানির ক্ষেত্রে ডলারের পরিবর্তে ইউয়ানে ব্যয় পরিশোধ করতে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। ডলারের রিজার্ভ কমে যাওয়ায় দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্সের।
সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এপ্রিলে এক বিলিয়ন ডলারের চীনা আমদানি ব্যয় মেটাতে ইউয়ান ব্যবহার করা হবে। পরে মাসিক ৭৯০ মিলিয়ন ডলারের আমদানি ব্যয়ও চীনা মুদ্রাটিতে করা হবে।
আর্জেন্টিনার অর্থনীতিবিয়ক মন্ত্রী সার্জিও মাসা চীনা রাষ্ট্রদূত জু জিয়াওলি ও বিভিন্ন সেক্টরের কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকের পরে বলেন, ডলারের সংরক্ষণ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশটির ডলার সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এর অন্যতম কারণ হচ্ছে তীব্র খরার কারণে কৃষি পণ্যের রপ্তানির কমে যাওয়া। তাছাড়া জাতীয় নির্বাচনকে সামনে রেখেও আছে রাজনৈতিক অনিশ্চয়তা।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক রিজার্ভকে শক্তিশালী করার লক্ষ্যে চীনের সঙ্গে ৫ বিলিয়ন ডলারের মুদ্রা বিনিময় প্রসারিত করে দেশটি।
পূর্ব-মধ্য আর্জেন্টিনায় মার্চের প্রথম ১০ দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস (১৪ থেকে ১৮ ডিগ্রি ফারেনহাইট) বেশি ছিল।
তাছাড়া, রাজধানী বুয়েন্স আয়ার্সে ফেব্রুয়ারির শেষ থেকে মে পর্যন্ত প্রতিদিনই ৩০ ডিগ্রি সেলসিয়াসের (৮০ ডিগ্রি ফারেনহাইট) ওপরে তাপমাত্রা দেখা গেছে।