logo

শিরোনাম

আমরা দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি: প্রধান বিচারপতি

Bangalir Kantha
প্রতিবেদন প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৩ | সময়ঃ ০১:৫১
photo
...

গতিশীল রাষ্ট্রের সঙ্গে খাপ খাইয়ে একটি গতিশীল বিচারব্যবস্থা তৈরি করতে বিচার বিভাগ বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, দেশকে আরও গতিশীলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে শেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ থেকে পঞ্চাশ, ষাট বছর আগে দেশের অবস্থা যা ছিল, এখন তা পরিবর্তন হয়েছে এবং আমরা দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। বর্তমানে নতুন মামলার চেয়ে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা বেশি, যার কারণে সর্বোচ্চ আদালতে মামলার জট অনেকটাই কমেছে।

পরে প্রধান বিচারপতি জেলা আইনজীবী সমিতিতে নবনির্মিত বার লাইব্রেরির উদ্বোধন ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান এবং জেলা ও দায়রা জজ মো. তৌফিক আজিজসহ স্থানীয় আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • নিউজ ভিউ 972