logo

শিরোনাম

তুরষ্কের প্রেসিডেন্ট নির্বাচনের আরেক ধাপ এগিয়ে এরদোয়ান - সিনান ওগানের সমর্থনের ঘোষণা

Bangalir Kantha
প্রতিবেদন প্রকাশ: ২৩ মে, ২০২৩ | সময়ঃ ০১:৫৫
photo

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের আগে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন সিনান ওগান। আজ সোমবার রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দেন সিনান।

সিনানের এই ঘোষণার মধ্য দিয়ে এরদোয়ানের অবস্থান আরও শক্তিশালী হলো। কারণ, ১৪ মে তুরস্কে প্রথম দফার ভোটে (প্রেসিডেন্ট নির্বাচন) তৃতীয় অবস্থানে ছিলেন তিনি। তখন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট পান এরদোয়ান। নির্বাচনে জিততে ৫০ শতাংশ ভোট প্রয়োজন ছিল। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারওলু পান ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। আর সিনান পান ৫ দশমিক ১৭ শতাংশ ভোট।

এর আগে গত শুক্রবার এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন সিনান। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে কী নিয়ে কথা হয়েছিল, তা তখন বিবৃতি দিয়ে জানানো হয়নি। আজ একেবারে সংম্মেলন করে সিনান এ ঘোষণা দিলেন।
২৮ মে দেশটির দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে সিনান বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা সব ধরনের আলোচনা করেছি। আমরা মনে করি, দেশ ও জাতির জন্য এ সিদ্ধান্ত সঠিক।

  • নিউজ ভিউ 1116