logo

শিরোনাম

চরিত্রের প্রয়োজনে আমাকে লুঙ্গি পরতে হয়েছে: নানি

Bangalir Kantha
প্রতিবেদন প্রকাশ: ০১ এপ্রিল, ২০২৩ | সময়ঃ ০৩:১৬
photo
...

রুপালি পর্দায় এবার পুরোপুরি দেশি ‘অ্যাংরি ইয়াংম্যান’ রূপে আসছেন তেলেগু তারকা নানি। আজ মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত দসারা। তবে এ ছবিকে প্যান-ইন্ডিয়া বলতে নানির ঘোর আপত্তি। মুম্বাইয়ের এক অভিজাত ক্লাবে নানির মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি।

প্যান-ইন্ডিয়া ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘“দসারা”কে আমরা প্যান-ইন্ডিয়া ছবি বলতে পারি না। মিডিয়া এ ছবির সঙ্গে প্যান-ইন্ডিয়া ট্যাগ জুড়ে দিয়েছে। আমরা বলতে পারি, অনেকগুলো ভাষায় (পাঁচটি) ছবিটি মুক্তি পাচ্ছে। ভারতে আরও অনেক ভাষা আছে। কোনো ছবি যখন সব ভারতীয় ভাষায় মুক্তি পাবে, তখন আমরা তাকে প্যান-ইন্ডিয়া বলতে পারি। আমার কাছে প্যান-ইন্ডিয়ার সংজ্ঞা আলাদা। অভিনেতা বা প্রযোজক কখনোই কোনো ছবিকে প্যান-ইন্ডিয়া বলতে পারেন না। একটা ছবি মুক্তি পাওয়ার পর যখন সারা দেশের মানুষ ছবিটি পছন্দ করেন, তখন সেটা প্যান-ইন্ডিয়া হয়।’

‘দসারা’র ট্রেলারে নানিকে লুঙ্গি পরা দেখা গেছে। এ ছবির গল্প কয়লাখনিকে কেন্দ্র করে। তাই নানির এ ছবির সঙ্গে পুষ্পা ও কেজিএফ ছবির তুলনা টানা হচ্ছে। এ প্রসঙ্গে এই তেলেগু তারকা বলেন, ‘লুঙ্গি পরা মানেই পুষ্পা নয়, আর কয়লা মানেই যে কেজিএফ হতে হবে, এমন কোনো মানে নেই। আমার এ ছবির কাহিনি আলাদা। চরিত্রের প্রয়োজনে আমাকে লুঙ্গি পরতে হয়েছে।’শ্রীকান্ত ওডেলা পরিচালিত এ ছবির জন্য নানির ওপর শারীরিক আর মানসিক ধকল দুই-ই গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকের কাছে শুটিং মানে পিকনিকের মতো। কিন্তু আমার মোটেও এ অভিজ্ঞতা হয়নি। এ ছবির শুটিংয়ের সময় মনে হয়েছে, আমি শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হচ্ছি (সশব্দ হেসে)। তবে শেষ পর্যন্ত আউটপুট ভালো হয়েছে। শুধু একটা ভালো ছবি নির্মাণের জন্য নিজেকে সম্পূর্ণ নিংড়ে দিয়েছি। শুধু দাড়ি আর চুল বাড়ানোর জন্য চার মাসের বিরতি নিয়েছিলাম।’

  • নিউজ ভিউ 1872