logo

শিরোনাম

অসচ্ছল শিক্ষার্থীদের ১ লাখ টাকা অনুদান জবির রসায়ন অ্যালামনাইয়ের

Bangalir Kantha
প্রতিবেদন প্রকাশ: ০১ এপ্রিল, ২০২৩ | সময়ঃ ০৩:৪০
photo
...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের এক লাখ টাকা অনুদান দিয়েছে বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে রসায়ন বিভাগ অ্যালামনাইয়ের ইফতার ও মতবিনিময় সভায় এ পুরস্কার ঘোষণা করা হয়।

এ সময় অ্যালামনাইয়ের পক্ষ থেকে বলা হয়, যারা অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এই এই লাখ টাকা অনুদান দেওয়া হলো। এছাড়া আরও যারা সমস্যায় রয়েছেন; আমাদের অ্যালামনাইকে জানালে তাদের ব্যাপারেও বিবেচনা করে দেখা হবে।

অনুষ্ঠানে অ্যালমনাইয়ের সভাপতি মীর মাহবুব হাসানের সভাপতিত্বে বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, অধ্যাপক ড. আমিনুল হক, অধ্যাপক ড. লোকমান হোসাইন, ড. নাফিস রহমান, অপর্ণা সরকারসহ অ্যালামনাইয়ের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান বলেন, ২০২২ সালে আমাদের রসায়ন বিভাগ দেশের সেরা নির্বাচিত হয়। এটা আমাদের জন্য গর্বের। অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আপনাদের এ প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। বিভাগের উন্নয়নে আমরা সবাইকে পাশে চাই।

  • নিউজ ভিউ 2322