logo

শিরোনাম

দুই বন্ধুর পারাপার

Bangalir Kantha
প্রতিবেদন প্রকাশ: ০১ এপ্রিল, ২০২৩ | সময়ঃ ০২:১২
photo
...

‘লিলুয়া বাতাস’, ‘জীবন নদীর ঘাটে বসে’, ‘এমন যদি হতো’ থেকে ‘বকুল ফুল বকুল ফুল’— এমন কত গানই না কনক আদিত্যর কণ্ঠে শুনেছেন শ্রোতারা। কিছুদিন ধরে শুনছেন ‘পারাপার’ শিরোনামে নতুন একটি গান। গানটি শ্রোতাদের কাছে তাঁকে যেমন নতুনভাবে তুলে ধরছে, তাঁর নিজের জন্যও এই গান গাওয়াটা নতুন অভিজ্ঞতা। কনকের গাওয়া এ গান তৈরি করেছেন শিরোনামহীন ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান। নিজের ব্যান্ডের বাইরে এবারই প্রথম তিনি কারও জন্য কোনো গান করলেন।

কনক আদিত্য ও জিয়াউর রহমান দুজনই এখন দেশের বাইরে আছেন। জিয়া আছেন কাশ্মীরে আর কনক অস্ট্রেলিয়ায়। ‘পারাপার’ নিয়ে অনলাইনে দুজনের সঙ্গে কথা হয় গত বুধবার। জিয়াউর রহমান জানালেন, ‘আমার মিউজিক্যাল জার্নিতে শিরোনামহীনের বাইরে কখনোই গান করিনি। কেউ খেয়াল করেছেন কি না জানি না, আমি শিরোনামহীনের জন্য এক্সক্লুসিভ রেখেছি নিজের সুর ও লেখা। যৌথ প্রয়াস হয়েছে, বাজিয়ে দিয়েছি, প্রোডাকশন করে দিয়েছি, মিক্স/মাস্টার করেছি, নানা সহযোগিতা করেছি...কিন্তু নিজের সৃষ্টি ব্যান্ডের বাইরে থেকে প্রকাশ করিনি। এবার করেছি। আমার বন্ধুর জন্য।’

  • নিউজ ভিউ 1917